নির্মম সত্য

এগিয়ে এল শুভ্র সত্য,
তুলে নিলো খঞ্জর।
নির্মমের মত আঘাত হানলো বুকের মাঝখানে।
সে সত্য আমার জন্য নয়।
সে সত্য তোমার জন্য।
তোমার সত্য।
এগিয়ে এল শুভ্র সত্য,
মহাপ্রলয়ের হুংকার ছেড়ে,
চূর্ণ করলো আমার শিশুতোষ হৃদয়।
সে সত্য আমার নয়,
তোমার।
এগিয়ে এল তোমার তুষারশুভ্র সত্য,
তোমার খুশিতে আত্মহারা হবার সত্য।
সে সত্য আমার সাথে নয়।
অন্য কারো সাথে।
সে সত্য তোমার।
আমার নয়।
সে সত্য বিদ্ধ করেছে আমার স্বপ্নমূলে,
রক্তধারা বইছে আমার হৃদয়জুড়ে।
সে সত্য আমার নয়,
তোমার।
শুধুই তোমার।
পাগল আমি, বোকা আমি।
ভেবেছিলাম, আমার জন্যই বুঝি হয়রান হয়ে ফেরো তুমি!
নাহ! সেটা সত্য নয়।
সে সত্য আমার ছিল।
তোমার নয়।

Comments

Popular Posts