বেদনার নাদ

অশান্ত এ মনে তাজা দাবানল,
কিংবা ছাইচাপা পুরোনো আগুন।
স্তব্ধ করে দেয় সব গিটারের সুর।
বাজে মরণসানাই।
রক্তমাখা স্কন্ধের অশান্ত বেহালা,
কিংবা আটলান্টিসের সেই ধূমকেতুর পতন,
আমার বুকফাটা আর্তনাদের প্রতিধ্বনি!
না! আমি আজ চুপ থাকবো না!
চিৎকার করব।
আমি চিৎকার করব।
স্বর্গ, মর্ত্য, পাতাল ছাড়িয়ে,
মহাশূণ্যের কোণায় কোণায়,
আমার হারানোর অশান্ত বেদনায়,
আমি ভরিয়ে দেব।
থামাও আমায়।
ওগো বোকা বেগম!
আর কত বোকা হয়ে রইবে?!
আর কত?

Comments

Popular Posts