লুকিয়ে রবো

তোমার ঘুমজড়ানো চোখের পাতায় বাঁধা হবো না।
তোমার মধুর স্বপ্নে পানসে স্বাদের ধাক্কা হবো না।
তোমার ঝলক দেয়া হাসির আলোয় আঁধার হবো না।
শুধু লুকিয়ে থাকবো মেঘের আড়ালে।
ওই কাজলরাঙা চোখের মায়ায় সম্মোহিত হবার লোভে,
ওই হাসিমাখা মুখখানাতে পাগল হতে,
ওই নরম গালে আলতো করে বায়বীয় ছোয়া দিতে।
আমায় নাহয় রেখোই আড়াল করে।
শুধু তুমি আড়াল হয়ো না।
সূর্যমুখী না-ই বা হলে।
পদ্ম হয়ে নাহয় একটু ভেসো।
আমার দিকে না-ই বা তাকালে।
আলোর মাঝে পদ্মপাতার অলংকারে একটু হাসি হেসো।
আমি উঁকি দেবো মেঘের আড়াল হতে।
তোমার চন্দ্রমূখী চোখের মায়ায় বন্দী হতে।
লুকিয়ো না সবুজ পরী।
তোমার অভিমানী বাঁকা হাসির জাদুতে বন্দী হতে চাই।
তোমার আধো আধো শিশুর মত কথার ছলে আর একবার প্রেমে পড়তে চাই।
আরো একবার,
তারপর আবার,
আবার,
আবার।
লুকিয়েই নাহয় রবো।
নাইবা এলাম তোমার সন্নিকটে।


Comments

Popular Posts