পরদেশী উল্কা

একটি কবিতা লিখেছিলাম।
পাতাটা হারিয়ে ফেলেছি।
ওহ! ভুল হলো!
একটি কাব্য লিখেছিলাম।
বিশাল, লম্বা কাব্য।
খাতাটা হারিয়ে ফেলেছি।
ওহ! ভুল হলো!
খাতাটা পুড়িয়ে ফেলেছি।
ওহ! ভুল হলো!
পোড়াইনি। পুড়ে গেছে।
হৃদয়ের সাহারা মরুভূমিতে রেখেছিলাম খাতাটা,
ভালবাসার কাব্যটা।
যত্ন করে রেখেছিলাম।
ধূলিঝড়ে উড়ে যেতে দিই নি,
ধূলায় চাপা পড়তেও দিই নি।
প্রখর রোদের তাপে একটু একটু করে পুড়ে গেছে।
ওহ! ভুল হলো!
উড়ন্ত বাজপাখির মত ছোবল মেরে নেমে এল এক নির্মম অগ্নিশিখা।
ওহ! ভুল হলো!
ক্রোধান্বিত উল্কার মত নেমে এল এক নির্মম সত্য!
এক মূহুর্ত সময় নিলো না।
পুড়িয়ে দিলো আমার মহাকাব্য।
ধ্বংস হলো আমার ভালবাসা।
এক পরদেশী উল্কাপিন্ডের আঘাতে।
এখন আমি একা।
শূণ্য মরুর বুকে।
ওহ! ভুল হলো!
একাকীত্ব পিছু ছাড়েনি।

Comments

Popular Posts