বুঝে নিও

মঙ্গলে আজ লেগেছে দাবানল,
শনিতে নেমেছে বৃহস্পতির ছায়া,
শুকতারা আজ কক্ষচ্যুত গ্রহাণুর আঘাতে
ধরণীতলে হয়েছে ছন্নছাড়া।
আমার কান্না মেঘদলের আশ্রয়ে,
রয়েছে আজ নীরব বিশ্রামে।
শব্দহীন মহাশূণ্য,
আমার ক্রোধের নাদে কম্পিত।
প্রিয়ার চোখের ইশারায়,
হারিয়েছি আমি মহাজাগতিক দৃষ্টি।
সে ইশারায় প্রেম ছিল কি ছিল না
তর্কে যাব না।
লোকে বলে, "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর"।
বস্তু চাই না প্রিয়া।
বস্তুর জগত থেকে আমায় মুক্তি দাও ওগো অব্যক্ত ভালোবাসা।
বস্তুর জগত থেকে আমায় বাঁচাও ওগো চারচোখের কাজলরাঙা পাখি।
মিনতি করছি।
তোমার চোখের মায়াজালে বন্দী করো।
তোমার বুকের উষ্ণতায় আশ্রয় দাও।
শুনতে কি পাও না বোকা বেগম?!
বোঝো না আমার আর্তচিতকার?
বুঝে নাও।
বুঝে নাও।

Comments

Popular Posts