বাঁকা চোখের রাগীণী

রেগে যখন চোখ পাকিয়ে তাকাও,
ভ্রুযুগলে চমকে ওঠে তারা।
কালো চোখের মায়াজালে বন্দী
হয়ে আমার মন যে বাঁধনহারা।
তোমার রাগের সকল সপ্তসুরে,
তানপুরাটা আমার মনে বাজে।
সেই সুরেতে মনের বাগান যেন
বসন্তেরই ফুলের শোভায় সাজে।
চোখ পাকিয়ে বাঁকা চোখের জাদু,
আমায় ছোঁড়ে কিউপিডের তীর।
তোমার চোখের মায়াজালে তাই,
সব রাগেতে সাজাই প্রেমের নীড়।

Comments

Popular Posts