গদ্যে ভরা জীবন

লিখবো না আর কাব্য আমি
গদ্যে ভরা জীবন,
ছন্দবিহীন মনে আমার
হঠাৎ ছন্দপতন।
বিষের বাঁশির সুর তুলে যে আমি
তুলেছিলাম তূর্য্য,
আজকে কেন ম্লান হয়েছে
সেই সে সুরের সূর্য্য।
মরণবীণার তার যে আজি
ছিড়ে হলো চূর্ণ,
আজকে আমার মরণসানাই
সুর তুলেছে পূর্ণ।
যেই বীণাতে সুর তুলিতে বড়ই সাধ জাগে,
সেই বীণা যে আমার নয় কো,
সুর ওঠে না রাগে।
সেই বীণাটা চাই যে আমার
নাহয় হবো ক্ষয়।
গদ্যেভরা জীবনটাতে চাই যে তারই লয়।
শুধু তারই লয়,
শুধু তারই লয়।

Comments

Popular Posts