তোমার আকাশপানে

ভাসছি আমি মেঘের ভেলায় চড়ে,
ঘুরে বেড়াই তোমার আকাশপানে।
তোমার উপর বৃষ্টি হয়ে ঝরি,
ভিজিয়ে দিয়ে তোমায় ক্ষণে ক্ষণে।

Comments

Popular Posts